কবিতায় পল্লবী সামন্ত

কিছু আশা

কতো কষ্ট কথা
কতো দুঃখ ব্যাথা
এরপরেও তুমিই সব,
তোমাকে ছাড়া যায় না থাকা।
কতো মান-অভিমান
কতো নষ্ট হওয়া সম্মান।
এরপরেও তুমিই সব
একই সুরে মোরা গাইব গান।
জানিনা কবে ফিরে পাব
হারিয়ে যাওয়া আশাগুলো,
তবুও স্বপ্নের শিলং-এ
আমরা দুজন হারিয়ে যাব।
কতো মূহুর্ত মিষ্টি সেদিন
স্মৃতিতে সব আজও রঙিন অন্তহীন
ভালোবাসা তোমার তরে
আজ আমাদের বিয়ের দিন ।
সুখে দু্ঃখে মিলমিশ আবার
এতেই আমাদের অভিসার।
সারাজীবন কাটাবো একসাথে
সেই আমাদের সুখের সংসার।
কিছু ছোট ছোট আশা
বাসা বেঁধেছে আমার মনে,
জানি তুমি করবে পূরণ
আমার এ জীবনে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *