কবিতায় সুপায়ণ দাস

শেষ বিকেল
একদিন তুমি আর আমি হারিয়ে যাবো
এই ধরণী মৃত্তিকা মাঝে।
হয়তো দুজনের যাত্রা পদ্ধতি পৃথক হবে,
তবে ঠিকানাটা সেই একই থাকবে।
সেদিন আমি দহন যন্ত্রণায় তিলে তিলে জ্বলবো।
তুমি মাটিকে আঁকড়ে ধরে ধীরে ধীরে গলবে।
রেখে যাবো সেই যুদ্ধ প্রাঙ্গন।
চিরাচরিত দ্বন্দ্ব।
তবে মিটবে কখন? ভ্রান্তি আমদের!
কে কত দোষী! আর কত মন্দ।
যুদ্ধ চলবে অবিরত,
আপন জনের ঝরবে রক্ত!
হয়তো বা কোনো একদিন
তোমার কোলের শিশুটি…
গিলে ফেলবে সেই রক্তাক্ত হিংসের মাটি
সেই পড়ন্ত বিকেলে যাবো মোরা চলে,
রেখে যাব একটা কালো আধার।
এ দন্ধ মিটাবে, যুদ্ধ থামাবে;
এমন হাত হবে কার!
কে দেবে তাদের এক সুমধুর সকাল!
একদিন তুমি আর আমি হারিয়ে যাবো।
তবে ঠিকানাটা সেই একই থাকবে,
ঠিকানাটা সেই একই থাকবে॥