কবিতায় গীতালি ঘোষ

হঠাৎ
এক পশলা বৃষ্টি এসে
রুদ্ধ প্রাণের মেঘে ভেসে
অনেক কালের গোপন ব্যথা,
মনের যত গহীন কথা
নামল যে স্রোত হয়ে।
আমি ছিলাম একলা মনে
অন্ধকারে গোপন কোণে।
মগ্ন ছিলাম নিজের ঘরে,
বৃষ্টি এসে বিপুল তোড়ে
ভাসাল সে হৃদয়ে।
অতীত ভেঙে সে এক ঝড়ে-
প্লাবন এল প্রবল জোরে।
ফুলগুলো সব ছিন্ন হল,
প্রাণের গতি পথ হারাল
কঠিন সে সময়ে।
নতুন সে এক হাওয়া এসে
দিগন্তে লাল রঙে মিশে,
নবীন আলোর গন্ধে যেন
রূপকথার এক পৃষ্ঠা কেন
লাগল প্রাণের গায়ে?
তোমার আমার মধ্যিখানে
বৃষ্টি এল ছন্দে গানে–
নেব কী ওই সুখটুকু আজ?
আপনাকে আজ পরাব সাজ!
ভাসব শ্রাবণ হয়ে?