কবিতায় মো. হাকিম

খুঁজে ফিরি আমি তারে
ফুলকে শুধাই আমি, এতো রঙ কোথায় তুমি পেলে?
নিঃশব্দে কানে কানে সে বলে,
জিজ্ঞেস করো নিজেকে যদি কভু
তার দেখা মিলে,
গাছকে ডেকে বলি, এতো এতো সুন্দর ফুল
বলো দেখি কোথায় তুমি পেলে?
একে একে সবাই তারা প্রশ্ন ছুড়ে বলে-
আলো বাতাস, বলো দেখি কোথায় তুমি পেলে?
অভূতপূর্ব এক ভাবনা জাগে মনে, ভাবি বসে নির্জনে
হারিয়ে যাই নিভৃতে শূন্য বাতায়নে,
প্রবল এক ঝঞ্ঝা যেনো আছড়ে পড়ে আমার মনে,
শত ভাবনা, শত প্রশ্ন? কেই-বা তার উত্তর জানে?
সহসাই পড়িল মনে
আকাশ বাতাস গ্রহ নক্ষত্রের যিনি মালিক
তিনিই শুধু এ কথা জানে।
কল্পনার সাগরে খুঁজে ফিরি আমি তারে
আনমনে হেটে যাই খুঁজে তারে নাহি পাই,
চেয়ে দেখি চারিপাশে
স্রষ্টা যেনো মিশে আছে মাঠে ঘাটে সবুজ ঘাসে,
স্রষ্টা যেনো মিশে আছে নিঃশ্বাসে বিশ্বাসে,
তিনি যেনো মিশে আছে
তোমার আমার সবার পাশে,
তিনি অবিনশ্বর তিনিই মহান,
এ জগৎ সংসার সবই যে তার সৃষ্টি
সবই যে কেবল স্রষ্টারই দান।