কবিতায় শমিত কর্মকার

থমকে গেছি
দিনগুলো চলে যায় হেলায়
রাত্রি আসে স্মৃতির ভেলায়
দিনগুলো শুধু চলে যায়
কখন যে হাসায়,
আবার কখনো কাঁদিয়ে চলে যায়।
জীবনে অনেক বিপ্লব দেখছি
বুঝিনি তার আসল কারণ
কিন্তু জীবন সংগ্রাম বুঝেছি
বুঝেছি আমার জেতা বারণ।
প্রতিদিন হেরে যেতে যেতে এখন মন শূন্য,
এখন আমার হারাবার কিছু নেই
শুধুই শূন্যতা আমার জীবনের প্রাপ্য।
শুধু একটি পাতায় লিখি আমার কাব্য
শিখি একলা চলার অভ্যাস
পথ তো অনেকদূর বিস্তৃত
কখনো কখনো ফুরিয়ে যায় মুখের ভাষা।
তাই পথ চলছি, একা একাই
জীবন যখন অন্ধকারে ভরে যায়
ভালোবাসা মন থেকে মুছে যায়
মন যেন শুধু ঘৃণায় ভরে যায়।