কবিতায় শ্রীময়ী চক্রবর্তী

অভিমানী
কবিতারা হারিয়ে গেছে,
বানভাসি সব কাব্য,
পাগলপারা – ঝর্ণাধারায়
চোখ সলিলে দ্রাব্য।
কবিতাদেরও তো অভিমান আছে,
গোঁসাঘরে তারা ব্যস্ত,
কবে মান ভাঙে, কোন দিনক্ষণে,
সময়ের হাতে ন্যস্ত।
বুকের আড়বাঁশি, সুরটা ভুলে গেছে,
গোপনে বাজছে আন্দাজে,
ছন্দ যত ছিল, বিবাগী হয়ে গেল,
অচেনা সুরের মন্তাজে।
কাব্য ভেসে গেছে, হৃদয় নদী জলে,
রুদ্ধ এ হৃদি প্রান্তর,
আবার ঝর্ণা হবে, তোমার ছোঁয়া পেলে,
খরস্রোতা নদী, মন্থর!
তারকা যেগুলো, নিভে গিয়েছিল,
জ্বেলেছিল আলো ঋণ করে,
আবার নিশিরাতে, জোনাকি তারা হলো,
তোমারি আলোর পথ ধরে!!