কবিতায় শীতল বিশ্বাস

তোমার প্রিয় বারান্দা
প্রিয় বারান্দায় তুমি শুয়ে আছো,
না-
তোমাকে শোয়ানো হয়েছে,
অশ্রুনদীর স্রোত পেরিয়ে হেঁটে আসছে
স্মৃতিকণা
ভাবছি, এই বুঝি তুলসী পাতার চোখ খুলে বলবে, এখানে আমি কেন, এখানে কেন?
আমার নিজের ঘরে আমাকে নিয়ে চল
হয়তো ধড়মড়িয়ে উঠে বলবে, আপনারা কারা?
আর আমি সেই আশ্চর্য সময়ের জন্য কালক্ষেপ করছি
বাইরের লোকদের মধ্যে কলরব শুনতে পাচ্ছি
কান কিন্তু তোমার কথা শোনার অপেক্ষায়, প্রতীক্ষারত—