কবিতায় পাভেল ঘোষ

হৃদয় বনে বৃষ্টি নামুক…
সারাদিন আজ বৃষ্টি নামুক
ভিজুক তোমার হৃদয় বন।
ফল্গুধারা আসুক নেমে
আশমানি হোক রঙিন মন।
নতুনভাবে শোনাও তুমি
ঘুমের ভিতর অন্তরীণ..!
গুপ্ত নিষাদ মাতুক নেশায়
নদীর স্রোতে পুরুষ মীন।
স্বপ্ন যে এক আজব জিনিস
দুঃখে শোকে নিত্য হাসায়।
মনের কোনে দিচ্ছে উঁকি
উজাড় করা ভালোবাসায়।
সুখের দেখা মিলবে কি আর?
আলোর পথে কান্না রাখো।
ইচ্ছেগুলো খুঁজছে আঁধার
খুঁজছি তোমায় অবিরত।
ভ্রান্ত পথে একলা জীবন
ছুটছে তরী লোভের মোহে..
নিত্য সাজে মন্দ বাজার
এক পৃথিবী কান্না বয়ে।
তাই,মুখের কথায় ধরছি বাজি
একটু সুখের আশায় আমি..
আসবে জানি সোনার হরিণ
কান্না তখন ভীষন দামী।