কবিতায় সুলগ্না চৌধুরী

ঋতু
তুমি ভালোবাসো রোদ্দুর,
আমার বৃষ্টি তে ভালোবাসা।
তুমি রোদ্দুরে হাসতে শেখাও
আমায়।
আমার ছায়ায় বর্ষা নেমে আসা নীরব আর চুপচাপ কথা মালা।
তুমি দুপুরের ঝলমলে আলো,
আমি জানালার কাঁচে জড়ানো মেঘলা বিকেল।
তোমার চাহনিতে খর রোদ্দুর যখন ওঠে,
আমার চোখে নামে জলরঙের সুধা।
শরৎ এলে তুমি সাদা মেঘের ভেলায় ভেসে যাও দূর দূরান্তে,
আমি কাশফুল হয়ে দুলে উঠি তোমার ছায়ায়।
হেমন্তে তুমি গন্ধে ভরা শিউলি,
আমি নিঃশব্দে কুড়িয়ে রাখি প্রতিটা সকাল।
প্রতি মানবেরই বুঝি ঋতুর মতন আসা যাওয়া।
কখনো উষ্ণ, কখনো শীতল, কখনো মধুরতা।
আমি রয়ে যাই অপেক্ষার খামে,
চিরদিনের ভালোবাসা নিয়ে… শুধু তোমার নাম লিখে।
আমরা হয়তো দুটি ভিন্ন প্রাণ,
কখনো মেলে, কখনো বা তাতে বিস্তর গরমিল।
তবু যখন তুমি ছুঁয়ে যাও আমায়,
সেথা পৃথিবী থমকে দাঁড়ায় জানি,
এক অপার্থিব সৌন্দর্যর ভালোবাসায়।