কবিতায় নীতা কবি মুখার্জী

হে প্রিয় কবি সুকান্ত
ধন্য তুমি কবি সুকান্ত , প্রণাম, তোমাকে প্রণাম!
বাঙালি কখনো ভুলে না জেনো তোমার পুণ্য নাম।
সমাজের যত অন্যায় আর অত্যাচারের ভিড়ে,
গর্জে উঠেছে তোমার লেখনী, কেঁদেছো অশ্রুনীরে।
তুমি চেয়েছিলে গড়বো সকলে অমলিন এক বিশ্ব,
নবজাতকেরা হাসবে সেখানে হবে না যে তারা নিঃস্ব।
সাম্য আর ন্যায্য অধিকার পাবে না কেন তারা?
বিশ্বজননীর সন্তান সকলে, কেন হবে সর্বহারা?
মানুষ হয়ে কি করতে পারি না এতটুকু প্রতিকার?
মরার আগেই মরবো কেন? মানব জনম একবার।
তোমার মতো সুন্দর ফুল অকালেই গেল ঝরে,
এসেছিলে কবি বাংলার ঘরে বহ্নি-কলম ধরে।
অভাগা আমরা হারায়ে ফেলেছি অমুল্য সম্পদে,
এসো হে কবি, বার বার এসো, সদর্প বীরপদে।
যতদিন থাকবে বাংলা, বাঙালি লেখনীকে করি সম্মান,
তোমার লেখনী ধ্রুবতারা হয়ে বাড়াবে বাংলার মান।