কবিতায় সুদীপ ঘোষাল

না বলা কথা
যৌবনে ভালোবাসি বলতে পারিনি তাকে
আকাঙ্ক্ষা চোখে জল নিয়ে ব্যর্থ হয়েছিলো পাঁজরভাঙা ছাদনা তলায়
হৃদয়ে শ্মশানের ছাইমেখে প্রৌঢ় বলে, ভালোবাসি এখনও…
ফোকলা দাঁতে সময় হেসে বলে, কতদিন পরে বললে গো
তখন অপেক্ষা মেখে থাকতাম দুপুরের রোদে
টিফিনে স্কুল পোশাকের সোহাগ মেখে হেঁটেছি যোজন পথ
তবু তুমি বা আমি বলতে পারি নি ভালোবাসি
এবার বলে ফেললাম ভীষণ সাহসে
অভিজ্ঞতা বলে, হৃদয় কেঁপে উঠলে পাশে আর একটা হৃদয়কে বোলো মনের কথা
তা না হলে, চিতার আগুন ভিজে যাবে অশ্রুজলে।