কবিতায় সুবীর কুমার ঘোষ

অস্তিত্ব
রোবটের তৈরি শহরে আমি হেঁটে যাই—
চোখে মুখে হাসি আঁকা, অথচ কোথাও হৃদয়ের শব্দ নেই।
বিজ্ঞাপনের কোলাজে ঢাকা পড়ে যায় চোখের ভাষা।
আয়নার সামনে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে ভুলে যাই,
এই মুখটা আদৌ আমার কিনা।
আত্মপরিচয়ের ভেতরে একধরনের ক্লান্তি ঘুরে বেড়ায়—
জন্মেছি স্বাধীনতায়, বেঁচে আছি অলিখিত শর্তে।
মুঠোফোনের মেমোরি পূর্ণ হলে,
মুছে যায় কিছু মুখ, কিছু বিকেল, কিছু নিরবতা।
একটুখানি ছুঁয়ে দিলে বুঝবে—
মানুষ শুধু রক্ত আর মাংসপেশী নয়,
রাগ, অভিমান, ভালোবাসায় তৈরি।
এই শহরে, যতটুকু মন ছুঁয়ে যায়—
ততটুকুই আমরা মানুষ,
বাকিটা নকল আলোয় জন্মানো প্রতিচ্ছবি।