কবিতায় বিকাশ গুঁই

ঘোর কেটে গেলে
মাথার উপর তারকা খচিত সামিয়ানা।
নিয়ন আলোর গোলটেবিলে নেমে আসে স্বাতী, অরুন্ধতী, শতভিষারা।
সুগন্ধে ভরপুর ভালোবাসার পসরা উপচে পড়ে। স্কচের রঙ পাল্টে যায়
রঙিন গ্লাসে। পরিযায়ী বরফের টুকরোদের কৃত্রিম ছোঁয়াছুঁয়ির ফাঁক ফোকরে হন্যে হয়ে খুঁজে বেড়াই
অমৃতের স্বাদ।
তারপর একসময় ঘোর কেটে গেলে দেখি- কাউকেই ভালবাসতে পারিনি,
ঘৃণাও করতে শিখিনি। শুধু দু’টোর
মাঝে সারাজীবন চু-কিত-কিত খেলে
গেছি…
অমৃত অধরাই থেকে গেছে।