কবিতায় কৃষ্ণা গুহ

জীবন বাঁচার নাম
জীবন এখন সুখের সন্ধানে ডানা মেলে না!!
নেই আজ বৈচিত্রের উন্মাদনা!!
চূড়ান্ত গন্তব্যে পরিসমাপ্তির পথে এগিয়ে চলেছে, হয়তো সেখানেই রাখা আছে সব প্রশ্নের সমাধান।
হয়তো আছে সকল কষ্ট বেদনার শেষে প্রশান্তির ঘুম।
মৃত্যুই কি জীবনের শেষ কথা? না ,না,
আবার পত্র পল্লবে নতুনের সাথে বেড়ে ওঠা।
জীবন তো চলন্ত ট্রেন
ছুটে চলা অসীম থেকে অনন্তে।
এগিয়ে চলি সুন্দর সজীব স্টেশনের অন্বেষণে
সুখে আনন্দে বাঁচবো বলে।