কবিতায় বিদিশা ব্যানার্জী

মংপু, তুমি!

নামজাদা সব পাহাড়ি শহরের ভিড়ে,
লুকিয়ে থাকা ছোট্ট একটি নাম,
মংপু।

দূর থেকে এসেছি
অপরূপা কত শৈলশহরের হাতছানিতে।
পার্বত্য প্রকৃতির রূপে তৃপ্ত মন নিয়ে
ঘরে ফেরার পথে
হঠাৎ করেই তোমার সাথে সাক্ষাৎ, মংপু!

ছোট্ট শহর পাহাড়ঘেরা।
ইতিউতি কত চঞ্চল ঝরনার শব্দে মুখরিত তুমি।
ঐ দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা!
পাহাড়ের গায়ে কত সুন্দর নাম-না-জানা ফুল।
আর ফুলের মতই সুন্দর—
স্কুলের পথে হেঁটে চলা ছোট ছেলেমেয়ের দল।
এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ভেসে চলে
একলা পাখির মিষ্টি সুরের ডাক।

আনমনে পায়েচলা পথটিতে হাঁটতে হাঁটতে
হঠাৎই মনে শিহরণ লেগে গেল…
ঠিক এই শৈলশহরের পথেই
আজ থেকে প্রায় একশো বছর আগে
নিজের পদচিহ্ন রেখে গিয়েছিলেন
এক আলোকময় মহাপুরুষ!
বিশ্বকবি রবীন্দ্রনাথ!
মংপু, তুমি ধন্য হয়েছ সেই মনীষীর উপস্থিতিতে!
তোমার পথের ধূলায় আজও মিশে আছে তাঁর পদরেণু।
সেই অমিত গৌরবেই গৌরবান্বিত তুমি,
মংপু!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *