কবিতায় অনন্তকুমার করণ

অনুরাগ

ভালোবাসা রোদ বৃষ্টির লীলা,
আক্ষেপের সঙ্গে অনুরাগের খেলা।
ভালোবাসা শরতের এক টুকরো আলো,
সোনালী রোদ্দুর ভোরে ঝলমলো।
শরতের আকাশে যে বাদল বর্ষে,
আনন্দ-চঞ্চল হৃদয় থেকে তা হর্ষে।
ভালোবাসা সইতে পারে গঞ্জনা ও ধিক্কার।
আপশোশে হারায় না কভু প্রেমের অধিকার।
আক্ষেপের পরে পরেই আসে অনুরাগ,
আনন্দের অশ্রুধারায় ব্যাকুলতার দাগ।
ভুলতে গিয়েও বার বার ভোলা নাহি যায়,
এ পারের আকাঙ্ক্ষা থাকে ওপারের প্রতীক্ষায়।
খন্ড তুচ্ছ মুহূর্তগুলো তখন অতি মূল্যবান,
নিত্যদিনের অভিসারে থাকে না অভিমান।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *