কবিতায় সংহিতা ভৌমিক

তুমি আছো আমাতে
ভুলে যাওয়া স্বপ্নের মতো তোমায় ভুলতে চেয়েছি,
হারিয়ে যাওয়া গানের মতো তোমায় হারিয়েছি,
তোমার প্রত্যেকটি স্মৃতি আমাকে ভুলতে দেয়নি তোমায়-
তোমার প্রত্যেকটি স্মৃতি আমাকে আঁকড়ে রেখেছে তোমাতে,
তোমার উষ্ণ উপস্থিতি আমাকে যন্ত্রণা দিচ্ছে,
আমার জীবনের গতিকে স্তব্ধ করেছে,
আমাকে নির্বাক করেছে,
তবুও দুজনের মধ্যে দুস্তর ব্যবধান।
সোনার কাঠি মুখে নিয়ে জন্মেছো তুমি-
আর আমি,আমি তো সামান্য-
ধূলিলুণ্ঠিত নুড়ি কাঁকরের মতো।
তবুও কোনো কিছু দাবি ছাড়াই বলা যায়-
তুমি আছো আমার অন্তরের গভীরতায়,
আমার সমগ্র অস্তিত্ব তোমায় নিয়ে-
আমার জীবন সুবাসিত তোমার সৌরভে,
তাই তুমি আছো আমাতে॥