কবিতায় ধীরেন্দ্রনাথ চৌধুরী

অবসর
কালকে থাকবো কি না কোনোও ঠিক নেই,
ঘড়ির কাঁটা টা তবু ঠিক চলবেই।
সূর্য্য চন্দ্র তারাদের দল ও আকাশে,
যথারীতি থেকে যাবে আলোর আভাসে।
পথে চেনা কিছু লোক, আত্মীয় স্বজন,
তাঁরাও থাকবে সব আগের মতন।
যা কিছু ব্যবহৃত সব থাকবে পড়ে,
নিঃশব্দে চলে যাবো প্রথম প্রহরে।
মিলিয়ে যাবো যে আমি হঠাৎ কোথায়,
প্রাণ স্পন্দন থাকবে শুধু সব কবিতায়।
আমার কবিতা শুধু বলবে ডেকে ডেকে,
“ওই দ্যাখ্, কবিকে তো দিয়েছি যে রেখে”
কে বলেছে “কবি মৃত”, কবিতাগুলো পড়,
ঝর্ণার মত কবি বইছে ঝরঝর।