কবিতায় শ্রীলিম

স্বাধীনতা! তুই সীমার বাইরে যাস নে!
স্বাধীনতা তুই আজ বদ্ধ ঘরের চার দেওয়ালে,
হাসপাতালের শতাধিক শয্যায়,
রেশনের লাইনে পুড়ে ঝামা হয়ে যাস চড়া রোদে,
মিশে যেতে পারিস নি হাড় মজ্জায়!
স্বাধীনতা তোর অবাধ বিচরণ মোবাইলের নীল পর্দায় ,
ভবিষ্যতের স্বপ্নগুলোকে করিস ধূলিসাৎ,
ঘরের বাইরে নীল আকাশটা ঢেকেছে আজ ধূসর মেঘের আশঙ্কায়,
বাস্তবের প্রতিবাদগুলো নানান গেমেই করে বাজিমাত।
স্বাধীনতা তুই আজ খেয়াল রাখিস না দুর্বলের,
নারীপুরুষ, গরীবদুঃখী, বুকচাপা কষ্ট করে হাহাকার,
হিড়িক লেগে যায় স্বজন পোষনের,
রাঙা কাগজের ব্যবহারে মূল্যায়ন হয় না মেধার।
স্বাধীনতা তুই আজ বড্ড অসহায় গোটা কতক হাতের মুঠায়,
বড্ড জড়িয়ে পড়িস কথার পর কথার জালে,
এখনও মেয়ের ফিরতে রাত হলে বাবা-মায়েরা জড়িয়ে পড়েন চিন্তায়,
এতদিন পেরিয়ে যাবার পরেও হেরে যাস জীবনের সংগ্রামে।
স্বাধীনতা তুই বড্ড বোকা বুঝিস না কোনো কিছুই,
যেটুকু পাচ্ছিস তা নিয়ে সুখে থাকতে শিখিস নাই,
তোকে নিয়ে যত কারবার সীমার বাইরে যাস নে তুই,
বেঁচে আছিস এই ভালো এরপরও বলিস আরও চায়!