কবিতায় জয়ীতা চক্রবর্তী আচার্য

শৈশবের রূপরেখা
শৈশবের রূপরেখা আঁকি আজ, রামধনুর রঙে—
যেখানে আকাশ ছিলো খেলার কাগজ,
আর মেঘেরা ভেসে আসতো রঙিন পেনসিল হাতে।
কাদামাটির পথে ছুটে যাওয়া খালি পা,
আমগাছের ছায়ায় গড়ে ওঠা দুর্গ,
তৃষ্ণার্ত দুপুরে মাটির কলসের ঠান্ডা জল—
সবকিছুই যেন রঙে লেখা গান।
কাগজের নৌকা ডুবে যেতো হঠাৎ,
তবু বৃষ্টির স্রোতে ভেসে যেতো আনন্দ,
চোখের কোণে লুকিয়ে থাকতো বিস্ময়ের ঝিলিক।
ঘুড়ির ডোরে বাঁধা থাকতো আকাশের স্বপ্ন,
রোদে ভেজা ঘাসের গন্ধ মেখে
ফিরে আসতো দিনগুলো দৌড়ের প্রতিযোগিতা হয়ে।
আজও মনে হয়—
প্রতিটি রামধনু আসলে
আমাদের শৈশবের গোপন ডায়েরি,
যেখানে দুঃখের কোনো দাগ নেই,
শুধু রঙের খেলা,
শুধু অবুঝ হাসির নিরন্তর সঙ্গীত।