কবিতায় মিষ্টু সরকার

চুপকথা
আজ বন্ধু শুধু চুপকথারা
মিতব্যায়ীতা শিখি নৈঃশব্দের কাছে;
সময় চেয়েছিলাম একদিন নিস্তব্ধতার কাছে;
আজ সে আমায় পূর্ণ করেছে।
বাতুলতা প্রগলভতা নয়,
নয় চরাচরব্যাপী সন্ধ্যেশাঁখের
সু-গম্ভীর প্রতিধ্বনি।
আত্মতুষ্টির উন্মিলিত পালাগানে মন ভেজেনা তেমন আর!
জলশাঁখ ভিজে ভিজে পুষ্পায়িত শুভবোধ জাগিয়ে রাখে যেভাবে মিতকথনে;
তেমন জারণ বিজারণ এর ঢেউ রন্ধ্রে রন্ধ্রে!
এবার ফেরার পালা
দিনগুনি নতুনের
চিরপরিচিত ধ্বন্যাত্মকে বাঁধা
কু..উ… ঝিক্ ঝিক্
যা আমায় প্রাপ্তির পথে পৌঁছে দেবে।
বুকখালি করে হরহর করে বেরিয়ে আসতে চাইছে দলদলে;
শোক সামলাই নির্লিপ্তিতে।
একদিন সব বলবো,
এখন যেতে হবে।
মানুষ তো প্রাকৃতিক,
প্রকৃতিতে রেখে যায় তার প্রাপ্তি স্বীকার।