কবিতায় দীপ্র দাসচৌধুরী

প্রণয়
যে পথের বুক ছিঁড়ে খায় বসুন্ধরা
যে মেঘের ভেতর কেবল তুফান দোলে,
আমাদের মনের হদিস যায় না ধরা
অবেলায় অকাল শ্রাবণ দরজা খোলে।
ছিল এক বৃষ্টি মুখর সন্ধ্যাবেলা
সরে যায় বুকের আঁচল অতর্কিতে।
হার জিত সমান সমান এমন খেলা
বোবা মন আটকে সোনার নাকছাবিতে।
বিকেলের স্তব্ধ আলোয় দোকানপাটে-
শরীরের নকশা সাজাই মফসসলে,
তরী আজ ভিড়লে নতুন প্রেমের ঘাটে
হাওয়ারাও স্পর্শকাতর গল্প বলে।
ছিল এক শ্যামলা গড়ন কৃষ্ণকলি
নিদারুণ জ্যান্ত মানব গানের কথা,
চোখে ওর কাজল প্রহর শহরতলি
দিয়ে যায় প্রবাদপ্রতিম প্রাচীন প্রথা।
তারপর হারতে বসার নিয়ম ঘেষে
করে যাই রঙিন যাপন চিত্রপটে,
বিচ্ছেদ সত্য কেবল জেনেও শেষে
ছুঁয়ে ফেলি জাদুর পরশ নরম ঠোঁটে…
তারপর শহরতলির মফসসলে
থেমে যায় কলেজ ফেরত ধূসর আলো,
ভিজে রোজ নিয়মমাফিক স্মৃতির জলে
দিন শেষে মিথ্যে প্রণয় দেখায় ভাল।