কবিতায় স্বপ্না মজুমদার

আজকের রানার
সেদিনের সেই রানার আজও ছুটছে
পথে পথে, টাইম বাঁধা গরম খাবার রয়েছে বাঁধা
ওদের হাতে——-
নাম বদলেছে কাজ বদলেছে বদলেছে চলার ধরণ
পায়ে হেঁটে নয়, পিঠে চিঠির বোঝা নয়, বোঝা বইছে
চলন্ত বাইকে!
আধুনিক জীবনে জীবনযাপন বদলে হয়েছে উন্নত
ঘরে বসে মানুষ চাইছে এখন, প্রয়োজন যা কিছু
তাদের আছে!
সুইগি, জোমাটো,আ্যমাজন, ফ্লিপকার্ট, মিশো
সব এখন ফোন ঘোরালেই ঘরের দোরে!
ওরা ডেলিভারি বয়, নতুন পরিচয়
রানার বলি না কেউই, তবুও মনে পড়ে যায় সেই পুরাতন
সময়, রানার ছুটছে দিনে রাতে!
ঝড়, জল, রোদ, সব সয়ে ওরা ছুটছে বাইক নিয়ে
ওদের দুঃখ, ক্ষিধে ঘরবাড়ি কে রাখে খবর সেভাবে!
ওরা বেকার যুবক, আজকের কর্মজীবন খোঁজার দিনে
সহজেই পেয়েছে রানার হওয়ার চাকরি——-
ওরা অসহায় আজকের সমাজে দু-মুঠো অন্ন জোগাড়ের ক্লান্ত লড়াইয়ে॥