কবিতায় অভিজিৎ শেঠ

মৃত্যুর আন্দোলন
মৃত্যু দুহাত বাড়িয়ে ডাকছে, প্রতিনিয়ত,
পাঁকে জমে থাকা ফিনিক্স খুঁজে ক্লান্ত শিশুর অধিকার।
একগোছা লাল গোলাপ, উপত্যকায় অন্ধকারের নীড়,
নগ্ন আত্মা ছুঁয়ে দেখে অদৃশ্য রেখা।
না খাওয়া ভোজে, সুপ্ত বাসনা পূর্ণ হয় না ধূসর কলমে,
সাদা-কালো প্রেমে বেঁচে আছি, অস্তিত্বের জন্য।
হাজার আন্দোলন, ঝাড়বাতির তীব্র স্নায়বিক আলো,
কাশির নিষেধাজ্ঞা মানে না বসন্তের কচিপাতা।
পূর্ণিমার রাতে লালচে মেঘের ছায়ায়,
আমি নবকল্লোলে বেঁচে আছি,
রায়ের কাগজে নাম না লিখলেও।