কবিতায় তুহিন কুমার চন্দ

পরিবর্তন
চারপাশ থেকে শুরু হচ্ছে রদবদল
বন্যার জল সরাসরি ঢুকে যাচ্ছে মস্তিষ্কে,
পাথরকুঁচির সংসারে কিবা দিন কিবা রাত।
কচুরিপানার পাশে নিশিবক
নিজের লজ্জা ঢাকে অহোরাত্র,
যতই মাদক ছড়াও চারদিকে
দূর্বাঘাসের নিচে ভালোবাসা লুকিয়েছে
আপন প্রশ্বাস।
পাশের গ্রাম থেকে কান্না ভেসে আসে,
অকস্মাৎ উলুধ্বনি থেমে গেছে গৃহস্থ উঠোনে।
ভাঙ্গনের শুরু হচ্ছে চারদিকে
এমন কোন আঠা নেই যা জুড়ে দেবো
বিশ্বাসের মজবুত মেরুদন্ডগুলো।
বেনোজল শুকিয়ে যাচ্ছে নর্দমার চারপাশ থেকে,
শালুকের লুকোনো শিকড় মাথাচাড়া দিচ্ছে ভোরের আলোতে।
কৃষ্ণের পাঞ্চজন্য চারদিকে প্রস্তুত হয়ে আছে,
এখন শুধু ফুৎকারের অপেক্ষায় জেগে আছে পবিত্র মানুষ।
চারপাশ থেকে শুরু হচ্ছে রদবদল
উঠে দাঁড়িয়েছে ইস্পাত মানুষের দল।
উঠে দাঁড়াও কাপুরুষ তুমি
নিজস্ব ভূমির জন্য একবার উঠে দাঁড়াও।