কবিতার স্বর্ণযুগে পরাশর বন্দ্যোপাধ্যায় (গুচ্ছ)

পথের দাবীতে
সময়ের দাবী মেনে নিয়ে
পথ চলেছে বাঁকে বাঁকে।
নিঃসঙ্গ একাকী হৃদয় মাঝে
জানো তুমি কে জেগে থাকে?
এ অবাক পৃথিবী আজ বড়ো দুঃসময়
মানব বন্ধন বুঝি আরো দীর্ঘ হয়।
চেতনা, বোধের এই নব-জাগরণে
জন্ম নেয় প্রতিবাদ
কবিতা বা গানে।
এ পথের দাবীতে যদি নতুন সকাল
চেয়ে আছি প্রত্যাশায়
সূর্যোদয় কাল।
জীবনের ইতিকথা
ভাবতে পারেনা সে চলে যাবে
একদম হঠাত,,,, হ্যাঁ হঠাত করেই!!
বাজার থেকে কিনে আনা
পছন্দের সেরা মাছটি
রসিকের এক ভাঁড় মিষ্টি দই
সবকিছু ই ঠিক ঠাক করে আনা,,,,
গিন্নির বাতের ওষুধ আর
বাথরুমের কেটে যাওয়া ল্যাম্প পাল্টাতে নতুন ল্যাম্প।
একদিস্তে সাদা কাগজ
নতুন একটা গল্প লেখার জন্য
মজুত করে এনেও রাখলো,,,
বেশ কিছু ফেলে রাখা টুকিটাকি কাজ
আজ সেরে ফেলতে হবে
দুপুরে খাওয়া দাওয়ার পরে,,,
কিন্তু ভাবতে পারেনা সে
হঠাত করে চলে যেতে হবে
হঠাত করেই!!
বাথরুমের কেটে যাওয়া ল্যাম্প পাল্টাতে যাওয়ার আগেই কেটে গেল নিজেই!!