সম্পাদকীয়

আবার একটি সপ্তাহ কি তাড়াতাড়ি চলে এল। আমাদের সাহিত্য হৈ চৈ-এর এই ছোটদের আসরে মাননীয় লেখক কবিরা যথাসাধ্য তাঁদের লেখা নিয়ে আমাদের সাথে রয়েছেন। এই সপ্তাহ আবার স্বাধীনতার সপ্তাহ। স্বাধীনতা দিবসের সপ্তাহে সকল পাঠকবৃন্দকে জানাই আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
আমাদের প্রকাশনা টেক টাচ টক স্বাধীনতা নিয়ে একটি পোর্টাল লিংক গতকালই প্রকাশ করেছে। আপনারা এই লিংকে গিয়ে মূল্যবান লেখাগুলো পড়তে পারেন – পোর্টাল লিংক – www.techtouchtalk.in
সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

রাজকুমার ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *