কবিতায় পিউলী মুখোপাধ্যায়

স্বাধীনতা
টিভির পর্দায় কফিনে ঢাকা দেহ,
দু’ধারে মানুষজন, চেনা-অচেনা
সেই দৃশ্যে অবাক চোখ রাখে নাবালক
যার উত্তোলন দেখতে অভ্যস্ত এতদিন
সেই জাতীয় পতাকায় মোড়া নিথর শরীর…
এর কারণ, গুরুত্ব বোঝার অনেক আগে
এই স্বাধীন দেশের ইতিহাস লেখা হয় মনে
রক্তক্ষয়ী সংগ্রাম এবং ফাঁসির সত্য ঘটনা
দেশ বাঁচানোর প্রতিজ্ঞায় পূর্বপুরুষদের ত্যাগ,
নবীন হৃদয়ের সমস্ত দখল করে স্বপ্ন দেখায়।
বড়ো হয়ে কি হতে চাও? উত্তরে অনেকেই
জানায়, আর্মি জয়েন করতে চাই…
এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর মানসিক
শক্তি কি অর্জন করেছি আমরা?
এখনও পরিশ্রমী চোখে উপার্জনের স্বপ্ন
দুর্নীতিতে ভেঙে যায়, আবার খবর আসে
দুশ্চিন্তার ফাঁদে সফল মানুষজনও, ১৯৪৭
দিয়েছে নিরাপত্তায় মোড়া স্বাধীন দেশ;
কিন্তু এগোতে গিয়ে যেন পিছিয়ে না যায়
মনুষ্যত্ব, এই আশায় ঘুম ভাঙুক স্বাধীনতা দিবসে…