কবিতায় সুমিতা চৌধুরী

স্বাধীনতার মর্ম
“স্বাধীনতা” একটি শব্দ,
কিন্তু, ব্যাপ্তি তার বিশাল।
বিপ্লবীদের আত্মবলিদানে
জ্বলেছিল যার বিপ্লবের মশাল।
কারাবাস, দীপান্তর, অমানবিক নির্যাতন,
অপশাসন আর ফাঁসির মঞ্চ,
এ সকলই ছিল বিপ্লবীদের দৈনন্দিন রোজনামচা,
ছিল বিচার নামক প্রহসন আর তঞ্চ।
দু’শো বছরের দীর্ঘকাল
পরাধীন ছিল ভারতভূমি,
শাসন-শোষনের নির্দয় ব্যাভিচারে
সে হয়েছিল এক বধ্যভূমি।
তখনই দিকে দিকে জ্বলেছিল বিদ্রোহের আগুন,
ছড়িয়েছিল বিপ্লবের সদর্প বাণী।
কলমও উঠেছিল গর্জে ক্ষণে ক্ষণে,
রুখতে ভারতমাতার এ হেন সম্মানহানি।
কত শত ভাই, বোন, বিপ্লবী বন্ধু-স্বজনের
রক্তের বিনিময়ে উড়েছিল এই স্বাধীনতার নিশান,
ঘুচেছিল দীর্ঘ দাসত্বের শৃঙ্খল,
পেয়েছিল ভারত মা তার হৃত মান।
সেই বলিদান আজ ভুলেছি আমরা,
ভুলেছি স্বাধীনতারই মর্ম!
আজ আত্মসুখে আত্মমগ্ন সবাই,
ভুলেছি মনুষ্যত্বের আপন ধর্ম!
স্বাধীনতার মূল মন্ত্রের অর্থ
করো উপলব্ধি আপন আত্মায়,
তবেই স্বার্থক হবে সকল শহীদের আত্মবলিদান,
স্বাধীনতা হবে বাঙ্ময়॥