কবিতায় তীর্থঙ্কর সুমিত

নিরুদ্দেশ
অন্ধকার নিয়ে হাজার কাটাকুটি
খেলতে খেলতে একদিন
মিশে যাবো অন্ধকারের বুকে
শুঁষে নেবো শূন্যতার ভিতরের কিছু দৃশ্য
আর ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করবো
মৌনতা না মুখরতা
তুমি মিছিলে হাঁটবে কথা দিয়েছিলে
শত আলোকবর্ষ এখন উদগ্রীব
তোমার পথ চেয়ে…
ঈশ্বর ক্রমশঃ নিরুদ্দেশ হচ্ছে।।