কবিতায় বলরুমে সুদীপা বর্মণ রায়

পাশে থেকো
দুঃসময় কাটেনি আজও।
প্রতি মুহূর্তে কালো নয়
আলো থেকে বেরিয়ে আসে
সুসজ্জিত পশুর দল।
চিকিৎসাহীন অসুস্থ সমাজ ধুঁকছে।
ঈশ্বরকেও খুবলে খাবে
একদিন।
শুধু সময়ের অপেক্ষা।
ভেবোনা , নারী মাংসই সুস্বাদু
বিপন্ন প্রত্যেকে
চলে যায় নৈশভোজে
যখন তখন।
এই সময়ে আমি
আমার ,আমাকে ধুলোয় মিশেছে।
স্তব্ধতা চারিদিকে মুখর হয়ে
আমি তুমির ভেদাভেদ মোছে।
তোমার কাছে তোমার দুঃখ
গুরুত্বপূর্ণ ,
সেটাই হয় চিরকাল।
তবু ,আজ এগুলো থাক।
পাশে থাকার চেষ্টাগুলো
অনাকাঙ্খিত এ অন্ধকারে।
ভালোবাসা সংজ্ঞা বদলায়।
দাবী করবে কার কাছে!
মানবতা আজ সেতু বেঁধে চলে
দিন বদলের আশায়।