হৈচৈ কবিতায় কাজল দত্ত

ভূতের পিলে
হঠাৎ করে দিন দুপুরে
যেই না গেছি
আমড়া তলার বিলে!
তাকিয়ে দেখি আমড়া
গাছে ঝুলছে তখন
মামদোর দুই পিলে।
আমায় দেখে দাঁত খিঁচিয়ে
যেইনা তেড়ে এলে,
আমিও তখন নাকটি
তার দিলাম ভেঙে তিন
মনের এক কিলে।
পিলের খবর শুনে মামদো
যেইনা ছুটে এলে,
এক ঘুষিতে দাঁত গুলো
তার দিলাম আমি ফেলে।
ঘুসি খেয়ে ভীষণ ভয়ে
পালালো মামদো আর
তার দুই পিলে!
মামদোকে ধরে ভীষণ
জোরে কান দুটি তার
দিলুম আমি মূলে।
আমার সাথে ভয়ঙ্কর
এই ভূতের লড়ায়
দেখতে যদি চাও
চট করে ইউটিউবে যাও।