হৈচৈ কবিতায় সঙ্গীতা মুখার্জী মণ্ডল

রসনা
বৃষ্টি নামলে স্কুলের ছুটি ছুটি
ঠাকুমার ঝুলি কিংবা রামায়ন
রান্না ঘরে খাবারের আয়োজনে
খিচুড়ি আর বেগনি সহযোগে
নৌকা ভাসে রাস্তা নদী হলে
মাছেদের ঘর অদল বদল হয়
আমরা তখন খপাৎ করে ধরে
বন্দী করে এক ছুটে যাই ঘর
সুস্বাদু সব খাবার রকম রকম
জিভ আর জল লক লক করে আসে
গন্ধে যেনো সেরার সেরা মেনু
মা যেনো সব হাত ছোঁয়ালেই
সোনা।