হৈচৈ কবিতায় প্রদীপ মুখোপাধ্যায়

হাওড়ার গর্ব ভবানী প্রসাদ
পড়ল ঝরে আকাশের নীল ধ্রুবতারা
রয়ে গেলেন মননে,
শৈশব থেকে কৈশোর জুড়ে
ছড়া ছবির স্বপনে ।
যার নামেতে মাথা হয় নত,
বিনম্র শ্রদ্ধায়,
আমরা তাকে স্মরণ করি
ছড়ায়,আর ছড়ায় ।
মজার ছড়া, ভূতের ছড়া’র সৃষ্টি কর্তা যিনি
ছড়ার জাদুকর বলেই তাকে আমরা চিনি,
বঙ্গতে তিনি গর্ব মোদের তিনিই অহংকার
শিশু মনে দাগ কাটতে ই…
ভবানী প্রসাদ মজুমদার।
বাংলার ছড়া বাংলায় ভরা, অনন্য তাঁর দৃষ্টি
ছড়া নিয়ে ‘ছড়া সমগ্র’’….সংকলিত সৃষ্টি
কিশোর একাডেমির পুরস্কার, মানেই..
ভবানী প্রসাদ মজুমদার।
শৈশব থেকে কৈশোর জুড়ে,
ছড়া ছবির স্বপনে…..
আছেন এবং থাকবেন তিনি
শিশু- কিশোর মনে
পায়েতে তাঁর শ্রদ্ধা রাখি
বিনম্র এ চিত্তে
বলি, তুমি এসো আবার….
শিশু মনের বৃত্তে ।