কবিতায় দেবাঙ্গনা চৌধুরী

আয়না
আমি আয়নার সামনে দাঁড়িয়ে ছিলাম।
আর কিছু চিনতে পারছিলাম না—
সোজা চুল, চোখে রঙিন লেন্স, ঠোঁটে গাঢ় লিপস্টিক।
এতো রঙ? এতো শৃঙ্গার? কেন?
মেকআপের নিচে আমার শ্বাস নিতে কষ্ট হয়,
মনে হয় বয়স যেন একটা অপরাধ।
আমি কি আসলে আমি নয়—
কেবল সমাজের চাওয়া একটা বস্তু?
আমি কি সত্যিই নিজেকে ভালোবাসি?
নাকি ভালোবাসতে শেখানো হয়নি,
নিজস্ব ত্বককে, আমার নগ্ন চিন্তাকে?
তাই কি আমরা সত্যি কথা বলি না।
উপমা দিয়ে বলি—
“তুমি সুন্দর, যেমন বৃষ্টি ভেজা কাদামাটি”,
তবু বলি না, “তুমি অসম্পূর্ণ— কিন্তু অপার।”
আমি আয়নার দিকে তাকিয়ে ছিলাম,
আজকে মনে হল—
এই আয়নাটাকে ভাঙা উচিত।
না.. আমি ভাঙবো না আয়না—
আমি ভেঙে ফেলবো ওই মুখোশটা,
যে মুখোশের পিছনে আমি ছিলাম..
আর আমাকেই চেনা যেত না।