সম্পাদকীয়

বৃষ্টিস্নাত এই বঙ্গ। চারিদিক জলে জলাকার।। হাওড়াসহ কলকাতার সর্বত্র বৃষ্টি হচ্ছে। বেশ কিছু জায়গা জলমগ্ন। মানুষের কাজকর্ম ব্যহত হচ্ছে। দিন আনা মানুষের ভোগান্তির শেষ নেই। প্রকৃতি বেজায় রুষ্ট। এইতো রাশিয়ায় বিরাট ভূমিকম্প হল। সেখানে সমুদ্র উপকূলবর্তী জায়গায় সুনামী হয়েছে। এছাড়াও আমেরিকা, হাওয়াই দ্বীপপুঞ্জ, এমনকি জাপানেও সুনামী আছড়ে পড়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছে। প্রকৃতি আজ রুষ্ট হয়েছে মানুষের অনাবশ্যক আধুনিক হওয়ার জন্য, সবুজকে ধ্বংস করে আধুনিক সভ্যতার ক্রমোন্নতি মানুষকে ক্রমশ বিপদে ফেলে দিচ্ছে।
যাক সে কথা, এরই মধ্যে চলছে মানুষের জীবন সংগ্রাম। তাদের জীবিকা, কাজকর্ম সবই এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও চলে এসেছি ছোটোদের জন্য নানা ধরণের লেখা নিয়ে… দুই সপ্তাহ বিশেষ কারণে আমরা এই পোর্টাল প্রকাশিত করতে পারিনি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলের ভালোবাসায় আমরা এই সংখ্যা পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করলাম। আপনাদের গ্রহণযোগ্য হলেই আমাদের উদ্দেশ্য সার্থক রূপ পাবে।

রাজকুমার ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *