হৈচৈ ছোটদের গল্পে অগ্নিমিত্র ( ডাঃ সায়ন ভট্টাচার্য)

লালপরী আর নীলপরী

অনীত বার বার ভাবে, মা এত কেন বকেন।.. বাবাও বকেন এখন । আসলে অঙ্কটা ঠিক অনীতের মাথায় ঢোকে না । আর ইতিহাস। এই জন্য মার্কস খারাপ হচ্ছে ।
পরীক্ষার আগে ছুটি পড়েছে। খুব বৃষ্টি হচ্ছে।… অনীত জানাল্র ধারে বসে পড়ছিল। বাবা ও মা দুজনে মিলে তপনকাকুর বাড়ি গিয়েছেন ।
হঠাৎই লাল জামা পরা এক অপূর্ব সুন্দরী কিশোরী দরজা ঠেলে অনীতের ঘরে ঢুকে পড়লো । অনীত তো চেঁচিয়ে উঠলো -‘ কে আপনি?’
‘ বর্ষায় আটকে গেছি অনীত। একটু বসতে দাও ।’
অনীত ইতস্তত করে বলে -‘সে ঠিক আছে কিন্তু আপনি আমার নাম জানলেন কী করে ?’
‘ আরে তোমাকে কে না জানে! তুমি সব বিষয়ে এক্সপার্ট কিন্তু অঙ্ক আর ইতিহাসে কাঁচা, তাই তো?’
‘ তাহলে ? এই দুটো বিষয়ে ভালো ফল করবো কী করে ?’
‘ বলছি। আগে নিজের পরিচয় দিই।.. আমি লাল। বাগানে থাকি । তোমার মাথায় হাত বুলিয়ে দিই…। চোখটা বন্ধনকরো তো..।’
এই বলে লাল অনীতের মাথায় হাত বুলিয়ে দেয় । খুব হালকা লাগে মাথাটা অনীতের ।..
‘ এবার নীল আসবে।’
অনীত দেখে, নীল রঙের জামা পরে আরেক সুন্দরী কিশোরী ঢুকে পড়েছে ঘরে । সেও প্রায় ভেজা ।…
‘ কীরে লাল? তুই এখানে? কত খুঁজলাম।..’
‘ বরঁষা থেকৃ বাঁচতে এসেছি। শোন নীল, তোকে এই ছেলেটার ধৈর্য আর স্বাস্থ্য ভালো করে দিতে হবে ..।’
নীলও অনীতের মাথায় ও মুখে হাত বোলায় । এক নিমেষে যেন অনেকটা শান্ত হলো অনীত ।..
এর পর ‘ আসি’ বলে লাল আর নীল কোথায় চলে গেল ! মানে উড়ে গেল যেন।
মনে হয় একটু তন্দ্রা এসেছিল অনীতের । ঘুম ভাঙলো বাবার ধাক্কায় ।… ‘ কীরে, কী তখন থেকে লালপরী নীলপরী বলে চলেছিস !’ তাহলে কি লালপরী নীলপরীর বিষয়ে ও এমনিই ভাবছিলো ?
তবে আর অঙ্ক আর ইতিহাসে ভয় নেই অনীতের । অনায়াসে করে ফেলে সে ..।
মাঝে মাঝে লালপরী আর নীলপরী ওকে স্বপ্নে দেখা দেয় । বলে -‘ এই তো চাই! এগিয়ে যাও অনীত..।।’

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *