হৈচৈ কবিতায় নিনা ঘোষ সমাদ্দার

মামা বাড়ি
কু ঝিক ঝিক রেল গাড়ি
ছুটছে দেখ তাড়াতাড়ি
যাবো আমরা মামাবাড়ি
নিয়েছে মা গুড়ের হাঁড়ি।
নামতে হবে বেলমুড়ি
গাছে গাছে গোলাপ কুড়ি
এখন খাব ঝাল মুড়ি
আনবে মাসী চাল গুড়ি।
পাটিসাপটা সিদ্ধ পুলি
দুধ পুলি নকশি পুলি
সরুচাকলি চিতই গুলি
খাব সবাই ডাকনা খুলি।
পৌষ মেলা দেখতে যাব
নানা রকম খেলনা পাব
রঙিন ছবি বই নেব
ঘরে ফিরে ছবি আঁকব।
তোমরা কিন্তু এসো সবে
ভীষণ দেখো মজা হবে
হাওড়া থেকে ট্রেন ধরবে
বোলো কিন্তু আসবে কবে।