হৈচৈ ছড়ায় কাজল দত্ত

বুদ্ধরাম মাহাতো
বুদ্ধুরাম মাহাতো সে নাকি
সব কিছু জানতো!
বলে সে হাতি নাকি
পুতিনের কথা শুনে চলত!
হায়েনা মেলে ডানা দল-
বেঁধে আকাশে নাকি উড়তো;
মাছগুলো উড়িয়ে ধুলো খালি-
পায় রাস্তায় নাকি ছুটতো।
বলে সে কবে নাকি,-
আরশোলা চার পায়ে হাঁটতো!
এমন সব আজগুবি বিদঘুটে
কথা গুলো সে বলতো।
এমন জ্ঞ্যানের ভান্ড সে
মাথা তার বুদ্ধির ঢেঁকি!
হেসে হেসে বলে সে
নয়কো সত্যি সবই মেকি।