হৈচৈ কবিতায় তীর্থঙ্কর সুমিত

বলছি আমি
বলছি আমি মজার ব্যাপার
কান খুলে তাই শোনো
একটা ভূতের মাথার ব্যামো
আর কটাকে গোনো।
রকমারি রংবাহারি
মামদো ভূতের ছানা
রোজ বিকেলে আমার বাড়ি
দিতেন তিনি হানা।
নামখানা তার বলবো নাকো
পাও যদি ভয় ভীষণ জোড়
দেখবে কেমন কালচে পানা
মেঘলা আকাশ বড্ড ঘোর।
ভাবছো নাকি মিথ্যে কথা?
আসাম পুরের গল্প না
একটু খুঁজে দেখো নিজে
সবই তোমার কল্পনা।