হৈচৈ ছড়ায় তনুশ্রী বসু ঘোষ

টুসির মেয়ের বিয়ে
আজকে টুসি ব্যস্ত বেজায় তার পুতুলের বিয়ে
বর আসবে একটু পরেই টোপোর মাথায় দিয়ে
নন্টে,ভোলা,তিন্নিরা সব কোমড় বেঁধেছে
ম্যারাপ বাঁধতে পল্টুকাকা বাঁশে উঠেছে
ছাদের মাথায় ভুতুমদাদা মাইক বেঁধেছে
লুচি বোঁদে মন্ডামিঠাই ছোটকা এনেছে
টুসি ‘মা’ তার নিজের হাতে কন্যে সাজিয়েছে
মিষ্টি মেয়ে মিঠাইপুতুল বৌটি সেজেছে
তত্বতালাশ গায়েহলুদ আসছে সকাল হলেই
বর আসছে পাশের বাড়ির ঝুমুর কোলে কোলেই।
বিয়ে হল বৌকে নিয়ে ঝুমু এবার যাবে
মেয়ে দিতে চায়না টুসি ভীষণ চেঁচায় রাগে।
ওসব ছাড়;এবার থেকে নিয়ম এটাই হবে
মেয়ের ঘরে বর বাবাজী সারাজীবন রবে।