কবিতায় চিরঞ্জীব হালদার

যশ কথন
মাননীয় মহাশয়া আমি ভালো পেয়ারা গাছে চড়তে পারি। আপনি একজন পূর্ণবয়স্ক পেয়ারা চোরের সন্ধান চেয়েছেন।
একে বর্ষা তায় পিচ্ছিল মৃত্তিকা।
আমার হ্যাচ্চ হয় না। পা পিছলায় না।
মসৃণ ত্বকে চৌর্য বৃত্তির মানচিত্র বললেই অঙ্কিত হতে পারি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বিরোধীপক্ষের সমূহ পেয়ারা ফসল ছুমন্তর বলে আপনার জিম্মায় এনে দিতে পারি।
এক বার্ষিক পরিকল্পনায়
আপনি চোখ বুজে কয়েক কাহন
পেয়ারাযশ অর্জনে স্বনির্ভর হয়ে উঠবেন।