কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

জাগরণ
শব্দহীন নদীর বয়ে যাওয়া দেখে বুঝব
নদীর অতলে বসে ঢেউ গুণছ তুমি
রয়েছ নদীর অন্তরের কাছাকাছি।
উদাসীন বাঁশীর রাগিণী শুনো
সুরের বিদ্যুৎ ঝলকে দীপ্ত হবে
প্রেমের আলোকশিখা।
মেঘলা দিনে মন কেমনের দেশে
ভাসিয়ে দিও হৃদয়ের নৌকাখানি
ঠিকানায় লিখো দিকশূণ্যপুর।
সব মেনে নেব, শুধু দৃষ্টি কেড়ো না
জ্যোৎস্নারাতে তোমার নামে জেগে থাকব
একঝলক দেখব শুধু, কথা দিলাম।।