কাব্যানুশীলনে পলি সরকার ভট্টাচার্য

নুড়ি পাথর

একটু চুপ করে বোসো তো,
কথা বোলোনা, আমার ভাবনার তার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে।
আমি আমার বুকের ধুকপুকুনি টা শুনতে চাই।
ওই ধুকপুকুনি টা আমার পরম বন্ধু, আমাকে আমৃত্যু সঙ্গ দেবে বলে জানি।
শুধু কামনা করি,
আমার মস্তিষ্ক যেন তখনও পর্যন্ত সচল থাকে।
হাত, পা যেন নিজের বশে থাকে। ব্যস, এইটুকুই।
অনেক তো প্রাপ্তি হলো।
সম্মান, অসম্মান, অবজ্ঞা, অবহেলা—
ওসব নিয়ে আর ভাবিনা।
কারুর নির্ধারণের দাঁড়িপাল্লায় ওঠার বয়স অনেক দিন পেরিয়ে এসেছি।
মানুষ ততক্ষন তোমাকে সম্মান করবে
যখন বুঝবে তোমার পর্যায়ে সে কোনোদিনও উঠতে পারবে না, এবং যতক্ষণ তার ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগবে না।
আর অসম্মান, অবজ্ঞা, অবহেলা????
ওতো মানুষের অবচেতনের বিকার।
সন্তর্পনে এড়িয়ে যাওয়া।
তবু তাদের নিয়ে চলতে হয়, চালাতে হয়, শান্ত থাকতে হয়।
সকলের কাছ থেকে তো আর বনেদীয়ানা আশা করা যায় না।
ওটার জন্য কয়েক পুরুষ লাগে।
আমি জানিয়েছি, সেটা আমার ব্যক্তিগত অভিরুচি, আনন্দ, সন্তুষ্টি আর পরশপাথর খোঁজার অভ্যাস।
আসলে পরশপাথর দুষ্প্রাপ্য।
অন্যদের পরশপাথরের মতো দেখালেও ওগুলো ভেতরে ভেতরে নুড়ি পাথর।
স্থান বিশেষে মূল্যবান মাত্র।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *