কবিতায় বলরুমে স্বপ্ননীল বিশ্বাস (গুচ্ছ )

মন খারাপের শহর
একটা আস্ত পাহাড় কিনব নিজের জন্য
চায়ের চুমুক উষ্ণ হলে ভালোবাসবো তোমার মতে
শ্যাওলা বিহীন গোলাপ ফুল তুলবো বলে
তোমার মত বাসবো ভালো আরেকটুকু বয়স হলে
ক্ষতের উপর মলম মেখে উঠব যখন আমি
ভীষণ দুঃখ রাগ অভিমান হারিয়ে ফেলবো জানি
বেপরোয়া ঘূর্ণিঝড়ের মিথ্যে আলোর শহর
ভীষণ ঘুমোট একটা দিনে স্বপ্ন আছে জেনো
আমার ইচ্ছে অনেক দূরের এই শহরের থেকে
ক্লান্ত আমি ভীষণ একা তোমায় কাছে পেলে
মিথ্যেবাসার শহর থেকে মিথ্যে শহর ভালো
স্বপ্ন শুধু একাই দেখি সেটাও মিথ্যে স্বপ্ন জেনো।
শহর জুড়ে তাপমাত্রার পারদ উঠে শুধু,
এই মিথ্যে শহর স্বপ্ন দেখায় মিথ্যেবাসায় শুধু
মনখারাপের মোহনা থেকে উল্টো স্রোতে ফেরা
অতীত তুমি ফিরে গেছো বর্তমানে যন্ত্রণা
জড়িয়ে ধরে রাখবো শুধু উষ্ণ শীতের পরশ
মন খারাপের বাহানা গুলো বৃথাই করবো খরচ…………
বিলাসী সভ্যতার ধ্বংসস্তূপ
সভ্যতার ধ্বংসস্তূপে কবিতা লিখব আমি
জরাজীর্ণ পৃথিবীতে বিলাসী বিষন্নতা হয়ে
আমি লিখে যাবো তবু মৃত ধ্বংসস্তূপে
জীবনের সত্যতাকে অন্ধ কুসংস্কারে বেধে
আমি ছিড়ে ফেলবো বন্ধন যত নিয়ম না বাধার শৃঙ্খল
স্মৃতির পাহাড় পেরিয়ে সভ্যতার ধ্বংসস্তূপে
এঁকে দেবো তোমার আবার শেষ পদচিহ্ন
পিছনে ফিরে না তাকানোর অভিযোগে
কবিতার খাতা নিয়ে যাব শুধু
তখনো তোমায় বাসবো ভালো
রাখবো মনের কোনে
শৃঙ্খল বেধে নিয়ম না মানার
খেলায় খেলব শুধু
আমি রাজা হলে তুমি হবে রানী
দাবার গুটিতে আড়াই প্যাচে
শুধু খেয়ে যাব আমি
তারপর আবারো মৃত সভ্যতার বুকে শেষ রক্ত দিয়ে লিখে দিয়ে যাব আমার তোমার শেষ পরিচয়।।…….