ষষ্ঠ ইন্দ্রীয় হৃদয়ের বাহন
তোমাকে ভালোবাসি… গোধূলি
আকাশে জ্বলজ্বল সন্ধ্যা বেলায় :
তোমাকে ভালোবাসি…
ভালবাসা তলোয়ারের মাঝে
গোলাপের পাপড়ি দিয়ে
মতবাদ গলায় ফিসফিস করে বলি…
যাতে তুমি আমার প্রেরণা হয়ে থাক।
তোমাকে ভালোবাসি…
হৃদয়ে অদ্ভুত অনুভূতি টানে,
মেঘের অদ্ভুততা হৃদয় অনিরূদ্ধতায়
স্বপ্ন তারার চোখে।
তোমাকে ভালোবাসি…
বৃষ্টি ধারার নীরব সময় অথবা দূরে
কোথাও শিশিরের ফোঁটা।
তোমাকে ভালোবাসি…
আলোকিত থেকেও তোমার পথ
চিহ্নে
সন্ধ্যার তারাদের ফাঁদে তোমার
হাসির উষ্ণতায়।
তোমাকে ভালোবাসি …
জলের স্পষ্টতা থেকে,তোমার চোখে
রাতের ঈর্ষা থেকে
তোমার কোটে পারফিউম থেকে,ভালোবাসার
নিঃশ্বাস, এইটুকু জানি।
তোমাকে ভালোবাসি…
যেমনটা ভালোবাসে পাখিটা তার নীড় ,
স্নেহময় আর কাব্যিক দৃষ্টিকোন,বিস্ময়কর ক্ষমতা ষষ্ঠ ইন্দ্রীয় হৃদয়ের বাহন।
তোমাকে ভালোবাসি…
হৃদয়ে কবিতা নাম ভূমিকায় অবতীর্ণ
ভালোবাসা পুস্পিতার আকাশ
আলো হৃদয় মোহনা সৃষ্টি।