কবিতায় তাপস মাইতি

ছোট গল্প
দিনান্তের সব চাওয়া প্রবেশ করছে
সূর্যাস্তের ভেতর
প্রদীপে জ্বলে উঠছে অন্ধকার
আমরা তখন শিশির পায়ে কুড়োচ্ছি ধুলো
পাশেই নদী তার উপর ভুস করে
সাঁতার দিচ্ছে চাঁদ আর তার ঢেউয়ে
রচিত হয়ে যাচ্ছে মুহূর্তে একটি ছোট গল্প
আমরা সেই কাহিনি পড়ে উঠতেই
মেঘ বৃষ্টিগানে ভরিয়ে তুলছে ভুবন
এবার ফেরবার পালা
রাস্তার আলোরা
আমাদেরকে পৌঁছে দিচ্ছে ঘর।