কবিতায় দেবযানী সেনগুপ্ত

আফ্রিকা
বড় ইচ্ছা করে দেখতে তোমায়,
ওগো, ভয়ঙ্করী সুন্দরী,
শ্যমলা চোখে আগুন আছে,
চিকন কালো তনু।
দু’হাত বাড়িয়ে দিচ্ছে ভাক,
আমি তো প্রেমে বিহ্বল,
স্বপ্ন সুন্দরী শ্যামা তরুণী,
সে আমার মনপিয়া।
ইচ্ছে করে হারিয়ে যাই,
পর্বত অরণ্যের দিনরাত্রিতে,
নিকষগ অন্ধকারে নিমজ্জিত,
জাদুকরীর জাদুতে মোহময়ী মূর্তির মতো।
আফ্রিকা, তুমি আমার মাঝে এসো,
বক্ষে ধরে রেখেছি তোমাকে,
অতি যতনে করছি পালন তোমার স্বপ্ন খানি,
হিংস্র প্রাণী ও জীবজন্তু ভ্রমণ কাহিনী।
চোখ বন্ধ করে দেখতে পাই,
অনুভব পাই তোমাকে,
পৃথিবীর হৃদয় আমাজন অববাহিকা অঞ্চল ছায়া ঘেরা বনভূমি।
লাস্যময়ীর অচেনা পথে দিকে দিকে ছড়িয়ে মৃত্যু ঘেরাটোপ।
তবু ও সুরধ্বনি বাজে বুকে,
তোমার শ্যামলতার পরম পরশ জাগায় হরষ হৃদয়ে॥