কাব্যানুশীলনে বিশ্বনাথ চৌধুরী

শহরের বৃষ্টি
তোমরা কী কেউ বৃষ্টিকে দেখেছ?
যে কিনা ধূসর শাড়ি পরে ভিজতে ভিজতে
কাগুজে নৌকা ছাড়ত শহুরে নদীতে,
সেই বৃষ্টি অফিস ফেরতা যাত্রীদের
মাথায় ছাতা ধরত ?
তোমরা কী কেউ বৃষ্টিকে দেখেছ?
যে কিনা ভিজিয়ে দিত গ্যালারিতে বসা
মোহনবাগান দর্শকদের, একটা গোল দেখার
জন্য যারা কাদায় করত লুটোপুটি আর
ফিরত হাসিমুখে ?
তোমরা কী কেউ বৃষ্টিকে দেখেছ?
যে কিনা গড়ের মাঠের বকটাকে দেখে
নেচে উঠত আর ফুটের দোকানের
গরম ভুট্টায় কামড় বসাত, নিজেকে ভাবত
এই পৃথিবীর মহারাজা।
তোমরা কী কেউ বৃষ্টিকে দেখেছ?
ছোটবেলায় যে বৃষ্টি আসত কালো মেঘের
ঘোড়ায় চড়ে আর ঝরে পড়ত স্কুলের মাঠে
পেতাম বর্ষার ছুটি ইউনিফর্ম ভিজিয়ে দিত
আপন ছন্দে।
তোমরা কী কেউ বৃষ্টিকে দেখেছ?
যাকে ব্যালকনির জানলা থেকে দেখতে
দেখতে কেটে যেত দিন ও রাত।
এক অনাবিল আনন্দের অনুভূতিতে
ভরে যেত সারা শরীর এক শীতল আবেশে।