কাব্যানুশীলনে চিত্তরঞ্জন সাঁতরা

কি দরকার ছিল
কি দরকার ছিল ভালোবাসাগুলোকে
বুকের মধ্যে জমিয়ে রাখার?
পারোনা পুড়িয়ে দিতে সমস্ত ভালোবাসা
তোমার ঐ বুকের আগুনে?
তোমার সারা মুখে তো দেখি জলন্ত আগুনের
পোড়া দাগ।
সারা রাতের বিষন্ন গভীরতা তোমার দুচোখ
ঝিমিয়ে আছে।
কি দরকার ছিল দুহাতে ভালোবাসা গুলো বিলিয়ে
দেবার?
পারোনা কিছু রেখে দিতে অসময়ের প্রয়োজনে?
তোমার সারা বুকে তো শুনি নিঃশব্দের স্পন্দন।
শূন্য আকাশের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছো
সীমাহীন আকাশে।
কি দরকার ছিল শুধু শুধু ভালোবেসে যাওয়া?
পারোনা ফিরিয়ে নিতে তোমার ঐ কোমল
হৃদয়ে ?
তোমার দুচোখে দেখি তো অবিরত বর্ষন।
বজ্র বিদ্যুতে মাখামাখি গোপন অন্ধকার।
শুধু বোকা বোকা চোখে চেয়ে আছো নিশ্চল
দুচোখে সবকিছু নিঃস্ব করে।